সম্রাট লিওন তালুকদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দশমিনা এর ইউএনও গলাচিপা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. মহিউদ্দিন আল হেলাল এর উদ্যোগে ও নেতৃত্বে অবৈধ জলের বিরুদ্ধে গলাচিপা ও দশমিনা উপজেলার মধ্যবর্তী বুড়াগৌরাঙ্গ নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হাসান, মেরিন ফিশারিজ অফিসার দশমিনা ,আব্দুল কুদ্দুস মেরিন ফিশারিজ অফিসার গলাচিপা। এ অবৈধ জাল উচ্ছেদ অভিযানে একটি স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে আজ বিকেলে উলানিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় ৫ থেকে ৬টি বেহেন্দি জাল। অবৈধ জাল উচ্ছেদ অভিযানের খবর পেয়ে জেলেরা নদীতে পেতে রাখা অবৈধ বেহেন্তি জাল (বাদা জাল) ফেলে পালিয়ে যায়। অবৈধ জাল উচ্ছেদ অভিযান পরিচালনার সদস্যরা ৫ থেকে ৬টি জাল জব্দ করেন। মৎস দপ্তরের হিসেব মতে এসব জালের আনুমানিক মোট মূল্য ৬-৭ লাখ টাকা । এসব জাল পরে পুড়িয়ে বিনষ্ট করা হয়। গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর কাঠপট্টি ট্রলার ঘাট এলাকায় জনসাধারণের উপস্থিতিতে নদীতে পেতে রাখা অবৈধ জালগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়। এসময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জানান এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল উপস্থিত জনসাধারণের উদেশ্য বলেন আপনারা খেয়াল রাখবেন কেউ এই অবৈধ জাল আর নদীতে ফেলতে না পারে। আপনাদের সম্পদ আপনাদেরকেই রক্ষা করতে হবে।অবৈধ জাল উচ্ছেদ অভিযানে জন্য কঠোর আইনে ব্যাবস্থা রাখা আছে।
শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন।