শ্যামল চন্দ্র রায় (শঞ্জু)
শ্যাম নীড়,গোয়াল ডাঙ্গা,দেবীপুর।
কেউ বলে শুভ বিজয়া !
কেউ বলে শুভ বিদায়,,
বুঝিনা আমি ?
কাকে..? কি…? বলে কে…. ??
মাথা খারাপ নাকি সবার.. !
বলে, মা আসবে আবার !!
মা” কে ভক্তি ভরে পুজোলে
ভুলেই যাবে যাবার..!!!
সাধ্য আছে কার..?
মা” কে আনার ।
কার বা শক্তি আছে পাঠিয়ে দেবার,
যত মন্ত্র তন্ত্র পড়ে !
যদি না “মা” নিজে থেকে চায়
আসতে, এই পাপীদের ঘরে…..!
অজ্ঞানং অচৈতন্যং দৃষ্টিহীনং মঃ
নঃ কষ্টং সুখং দেহি
কামনাং মাতাং শ্বরনমঃ ।।
অন্তরে আছো মা সদা জাগ্ৰত !
তুমি মোর জন্মদাত্রী ।
তোমাতেই আমি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখি ।।
তবুও ভুলে যাই যত্র তত্র,
এই মা যে সেই “মা” পাবো সর্বত্র ।।।
নিয়মের না হয় খন্ডন বিধি শাস্ত্র মতে
আসে,চলে যায়,, বিশ্বাসেতে।
ধরার ধূলি ধরায় মিশে,
কেউ মরি বিষের বিষে ।।