আরিফ বিল্লাহ জামিল বিশেষ প্রতিনিধি
নেত্রকোনা জেলার বারহাট্টা থানাধীন, ৭নং রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সীমানা প্রাচীর তুলে পেলে বিএনপি ক্যাডার ও পিয়াস হত্যা মামলার আসামী রুবেল গং
পরস্পর জানাযায় রুবেল এর চরিত্র কি রকম।
সে অসহায় মানুষের উপর নির্যাতন ও চাঁদাবাজি করে এমন ঘটনা অহর অহর ।
পিয়াস হত্যার ১ নাম্বার আসামী রুবেল নিজের হত্যা মামলা থেকে বাচাঁর জন্য আওয়ামীলীগে যোগদান করে তখন থেকেই মানুষ কে বোঝাই সে আওয়ামীলীগ। আসলে সে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে বেরায় আওয়ামীলীগ এর নামে। রামপুরের মোড়ে কিছু অন্য এলাকার ব্যবসায়ী আছে তাদের কে হ্যারেসম্যান্ট করে এমন কি তার স্বার্থের কারণে খুন করে ফেলবে এমন অভিযোগ তার নামে আছে। এমন কি তার ক্যাডার দিয়ে মানুষের দোকান এ গিয়ে ভাংচুর করে।
যাদের এই বিষয় টা মিথ্যা মনে হয় তারা একটু কষ্ট করে
রামপুরের মোড় এ ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নিতে পারেন।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সেইসাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হউক।
মুক্তিযুদ্ধের কথা
। মুক্তিযোদ্ধারা বাধা দেওয়া সত্বেও ভাঙ্গা কার্যক্রম চালিয়ে যায়। এরুপ কাজের জন্য তীব্র নিন্দা ও ঘৃণা জানাছেন ৭নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জননেতা আতিকুল ইসলাম রাজু সাহেব তিনি এই কথা বলেছেন! যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি.?