জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
দেবহাটা রিপোটার্স ক্লাবের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ সেপ্টেম্বর, ২২ ইং সকাল ১১ টায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান। রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলামের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোহনা টিভি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, সাতনদীর স্টাফ রিপোর্টার ওমর ফারুক মুকুল, রিপোটার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আমিরুল ইসলাম, সাহিত্য ও প্রচার সম্পাদক তারেক মনোয়ার, কার্য্যনির্বাহী সদস্য মজনুর রহমান, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম বাদল, হীরন কুমার মন্ডলসহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রিপোটার্স ক্লাবের পূর্বের মিটিংয়ের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে আলোচনা, নতুন সদস্যদের অর্ন্তভূক্তি, ক্লাবের আয়-ব্যয় ছাড়াও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।