শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২ প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে দৈনিক যুগান্তর প্রথম হওয়ায় শ্রীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দুপুরে যুগান্তর শ্রীপুর উপজেলা প্রতিনিধি মো. আব্দুল মালেকের উদ্যোগে শ্রীপুর উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শ্রীপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, পৌর মেয়র আনিছুর রহমান, পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শারফুল ইসলাম, যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি মাসুদ রানা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ পরিবেশনে যুগান্তর সবার চেয়ে এগিয়ে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করেন।