আনিকা আজমি
তারিখঃ ০৬ মার্চ ২০২৩
আমি ঝড় হয়ে সব উড়িয়ে ফেলি
সুনামি হয়ে ভাসিয়ে নিই
আমি সূর্য্য হয়ে উত্তাপ ছড়াই
জ্যোৎস্না হয়ে আলো দিই।
আমি ভূমিকম্প হয়ে ধ্বংস করি
শ্রমিক হয়ে গড়ে তুলি
আমি বন্যা হয়ে ডুবিয়ে দিই
খরা দিয়ে পুড়িয়ে ফেলি।
আমি প্রলয়ংকারী টর্নেডো আবার
শরীর জুড়ানো সমীরন
বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা আমি
সবকিছু করি নিয়ন্ত্রণ।
আমি তোমাদের সৃষ্টি করেছি
আমিই তোমাদের দেবো মরণ
যা-কিছু এই রয়েছে দুনিয়ায়
সৃষ্টি করিনি অকারণ।
সৃষ্টি করেছি জিন-ইনসান
শুধু মোর ইবাদতের তরে
ইনসান বড় নাফরমান
সদা ভুলে থাকে মোরে।
যতই তোমরা পাপ করিবে
ততই আমি গজব দেব
এমন জাতিকে ধ্বংস করে
নতুন জাতি গড়ে নেব।
স্মরণ করো নুহু’র কওম
ডুবিয়ে দিয়েছি বন্যার জলে
লুতের কওমের যেমন দশা
ঢেকে দিয়েছি মাটির তলে।
শোনো দুনিয়ার মানব জাতি
শোনো আমার হুঁশিয়ারি
শীঘ্র সংশোধন না হলে
পাঠাব আমি আজাব ভারী।
সময় থাকতে তওবা করো
দ্বীনের পথে এসো ফিরে
ত্যাজ্য করো পাপের পথ
চলরে সবে খোদার ঘরে।