আবু রায়হান লিটন,স্টাফ রিপোর্টার, নওগাঁঃ
৩০ অক্টোবর (রবিবার) বদলগাছী উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বদলগাছী উপজেলা বিএনপি’র আহবায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি, বিএনপি’র কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
দীর্ঘ ৮ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ ছিল লক্ষ্যণীয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপি’র সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন, নওগাঁ জেলা বিএনপি’র আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।
সকাল ১০ টা থেকে ৮টি ইউনিয়নের বিএনপি ও অংগ সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা বিভিন্ন ব্যানার ও ধানের শীষ নিয়ে সম্মেলন স্হলে উপস্থিত হন। কানাই কানাই পুর্ন হয়ে উঠে সম্মেলন স্হল।
ফজলে হুদা বাবুলকে উপজেলা বিএনপি’র সভাপতি ও আব্দুল হাদী (টিপু) চৌধুরীকে সাধারণ সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষণা করেন নওগাঁ জেলা আহবায়ক আবু বক্কর সিদ্দিক( নান্নু)। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
এ সময় বক্তারা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে সরকারের পতন না হওয়া পর্যন্ত দফায় দফায় আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দেওয়ার দাবি জানান।