আবু রায়হান লিটন,স্টাফ রিপোর্টর নওগাঁঃ
২০ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৬ টায় নওগাঁ সদর উপজেলার উত্তর পাইকপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম স্বাধীন বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের চাংলা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। জেলার সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা নওগাঁগামী চাল বোঝাই ট্রাক (যার নং-জয়পুরহাট-ড-১১-০১২০) মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা স্বাধীন ডান দিকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। মোটরসাইকেল চালক একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের ছেলে এসএম তৌফিক মান্নান পলাশ আহত হন। পলাশ বদলগাছী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্বাধীনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, বদলগাছী ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সালামসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, নওগাঁ সদর থানার মধ্যে তার মৃত্যু হয়েছে। বিনা ময়না তদন্তে লাশ দাফনে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।