।
অদ্য ২২/০৫/২০২৩ তারিখ ০৯,০০ ঘটিকায় নওগাঁ শহরস্থ বাইপাস মোড়ে অবস্থিত আজাদের ইটভাটা নামক পরিচিত একটি ইটভাটায় গলাকেটে জবাইকৃত অবস্থায় অতুল সরকার (৪০), পিতা-মৃত অভয় চন্দ্র সুত্র দাস, সাং- সুলতানপুর মোটরঘাট, নওগাঁ সদর, নওগাঁ নামক এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
উল্লেখ্য, মৃত ব্যক্তি ব্যাটারি চালিত ইজিবাইক চালক ছিলেন বলে জানা যায় এবং তার মৃতদেহের পাশেই ব্যাটারি বিহীন ইজিবাইকটি পাওয়া গেছে।
থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
বর্ণিত ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি এবং ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত করা যায়নি।
নওগাঁ জেলাঃ এস এ উজ্জ্বল
মোবাইল ঃ০১৩১৯-৩৪৭২৮২