নওগাঁ জেলা প্রতিনিধিঃ- উজ্জ্বল
০৩-১০-২০২২ইং (সোমবার )
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের সকল হিন্দুধর্মের ছেলে মিয়ে উপস্থিত ছিলেন তারা আরতি পালিতো করে।
নওগাঁ জেলায় এবার সর্বমোট দূর্গা মন্দির( ৯৮২)টি, কিন্তু এই মাঝে মহাদেবপুর উপজেলা সবচেয়ে বেশি ১৫৪ টি, এবং মহাদেবপুর উপজেলার থানা পুলিশ যথেষ্ট ভাবে নজোর দারি করছে।মহিষবাথান সর্বজনীন দূর্গা মন্দির এর সভাপতি মুকুল চন্দ্র প্রামানিক ও সাধারণ সম্পাদক সোনাবাবু সাবেক মেন্বার, তারা জানান এখানে কোন প্রকার সমস্যা নাই এবং আনসার ভিডিপি ভাই ও বোনের ২৪ ঘন্টা ডিউটি করছে, তাদের থাকা ও খায়ার ব্যাবস্তা করা হয়েছে ।
এইখানে পাশাপাশি ৫টা মন্দির আছে, এই মন্দির গুলোতে খরচের পরিমান প্রায় এক লক্ষ টাকা করে। তারা সরকারি অনুদান ছাড়া ও নিজেদের অর্থায়নে করছে।