নওগাঁ জেলা ঃএস এ উজ্জ্বল
নওগাঁ মহাদেবপুর উপজেলার নির্বাহী অফিসার এবং র্যাব – ৫ জয়পুরহাট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও বাজার মনিটরিং অভিযান প্রসঙ্গে।
১। অদ্য ১১৩০-১৩৪০ ঘটিকা পর্যন্ত নওগাঁ মহাদেবপুর উপজেলার মেইন রোডে বুলবুল সিনেমার হল এলাকায় উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসানের নেতৃত্বে এবং র্যাব – ৫ জয়পুরহাট ক্যাম্পের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারা অনুযায়ী ০২ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে সর্বমোট ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়।
২। এ সময় নিম্নোক্ত প্রতিষ্ঠানকে নিম্নে বর্ণিত হারে জরিমানা করা হয়।
ক. ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধিকারী ইসরাফিল হোসেনকে মেয়াদোত্তীর্ণ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য বিক্রয়ের অপরাধে ১৫০০০/- টাকা।
খ. দুই ভাই বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধিকারী মোসাদ্দেক হোসেনকে মেয়াদ উত্তীর্ণ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পূণ্য বিক্রয়ের অপরাধে ১৫০০০/- টাকা।
৩। অভিযানে নওগাঁর মহাদেবপুর উপজেলার মেইন রোড সংলগ্ন ফলের দোকান, আনারস ও তরমুজসহ বিভিন্ন পণ্যর দোকানের মালিককে, ক্রয়ের মূল্য সম্বলিত রশিদ সংরক্ষণ না করায় প্রথম বারের মতো সতর্ক করে দেন ।