হারুনুর রমিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ওষুধ ব্যাবসায়ীর ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।
বুধবার দুপুরে উপজেলা সদরের ঔষধের দোকান গুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় হাসপাতাল গেটে অবস্থিত সাদিয়া ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অন্যান্য দোকানদারেরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, এধরণের অভিযান অব্যহত থাকবে।এছাড়াও রাতে জরুরি রোগীর জন্য যাতে দোকান খুলে রাখা হয় এবিষয় নিয়েও ওষুধ দোকানদার মালিকদের প্রতিনিধির সাথে কথা বলা হবে।