আলমগীর হোসেন আসিফ (ফুলবাড়ী) কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নগরাজপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার একজন শিক্ষক এর বিরুদ্ধে দাখিল পরিক্ষার্থীদের কাছ থেকে, ব্যাবহারিক পরিক্ষা বাবদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নগরাজপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক স্বপন (বি এস সি) নিজের আধিপত্য বিস্তার করে, দাখিল পরিক্ষার্থীর কাছ থেকে জন প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা আদায় করছে, এ নিয়ে ছাএ ছাএী সহ অবিভাবকরা উদ্বিগ্ন প্রকাশ করে অভিযোগ করেন অবিভাবক মোঃআবুবক্কর ও মোজাম্মেল বলেন পরিক্ষার খাতায় স্বাক্ষর এ-র জন্য ৩০০থেকে ৫০০ নিয়েছে যা আমাদের পক্ষে বহন করা খুবেই কষ্ট হয়। ব্যাবহারিক পরিক্ষার টাকা আদায়ের ব্যাপারে অভিযুক্ত শিক্ষক স্বপন এ-র কাছে জানতে চাইলে তিনি জানান কিছু করে নিয়েছি। উক্ত মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মোতালেব জানান ৩০০ টাকা করে নেওয়া হয়েছে এ-ই টাকা ফুলবাড়ীর (External teacher) বহিরাগত শিক্ষকদের দিতে হয়ে বলে জানান। এ বিষয়ে
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাছে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান অভিভাবকরা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।