আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি :-
রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত পূর্বঘোষিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব ঘোষিত শান্তি সমাবেশ সফল করতে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদী থেকে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নরসিংদী সদর-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) এমপি কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সভাস্থলে উপস্থিত হোন।
শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় নরসিংদীর বিভিন্ন ইউনিট থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে তারা বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও শহর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্তি সভাস্থলে যোগদিতে আসা মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (এমপি) তার প্রতিক্রিয়ায় বলেন, হাজার বছরের শ্রেষ্ঠবাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। বৈশ্বিক মহামারী করোনা ও ইউক্রেন- রাশিয়ার যুদ্ধে বিশ্ব অর্থনৈতিক যখন মন্দা বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে তাক লাগিয়ে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন। ঠিক তখনই পশ্চিমারা দেশ ও স্বাধীনতা শত্রু বিএনপি-জামাতের সাথে হাত মিলিয়ে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত। তিনি আরও বলেন, নরসিংদী থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আমরা শান্তি সভাস্থলে উপস্থিত হয়ে প্রমাণ করতে চাই, বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে। সকল ষড়যন্ত্র ছিন্ন করে এদেশের মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করে রাস্ট্রীয় ক্ষমতায় আনবে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা যখনই ডাক দিবেন দলীয় নেতাকর্মী ও স্বাধীনতা স্বপক্ষের শক্তি নিয়ে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করবো। মাঠে আছি মাঠে থাকবো (ইনশাআল্লাহ)।
উল্লেখ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। এ ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সমাবেশস্হলে নরসিংদী ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, মানিকগঞ্জ থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হোন।