স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ শিশু ও ২জন আহত হয়েছে । নান্দাইল-তাড়াইল সড়কের রাজগাতী ইউনিয়নে পূর্ব দরিল্লা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবারিক সুত্র জানায় ৩০ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টার সময় ট্রলি ও অটো মুখোমুখি সংষর্ষে শিশু রিফাত মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় ৪ বছরের শিশু রিফাত।আহত হয় ২ জন। আহতদের চিকিৎসার জন্য কিশোরগঞ্জ প্রেরন করা হয়েছে। রিফাত কিশোরগন্জ জেলার কটিয়াদি উপজেলার বনগ্রাম গ্রামের শরিফ মিয়ার পুত্র। রিফাত ভাই বোনের মধ্যে দ্বিতীয়।
পারিবারিক সুত্রে জানাগেছে, নান্দাইল উপজেলা রাজগাতী ইউনিয়নের বড়াইল গ্রামে রিফাতের নানার বাড়ি। নানার বাড়ি থেকে বাবা মায়ের সাথে বড় ভাইয়ের চিকিৎসার জন্য অটো দিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ঘটনা স্থল পরিদর্শন ও ট্রলি জব্দ, ও শিশুটির লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। ট্রলির ঘাতক ড্রাইভার পালিয়েছে।
স্টাফ রিপোর্টার
মোঃ মোখলেছুর রহমান
৩০/৮/২২
০১৭২৬১৯৯৯৯৬