স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য নির্বাচন১১ নং ওয়ার্ড নান্দাইল ২০২২ ইং শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্টিত হয়েছে।
১৭ অক্টোবর সোমবার উপজেলা প্রশাসনিক ভবনে ২টি কক্ষে ২টি বোথে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার ১১ নং সাধারণ ওয়ার্ডে ৩ জন প্রার্থী সাবেক সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার তালা-৯১ আবু নাঈম ভূইয়া ফারুক ঘুড়ি-৩৪, মোঃ খায়ছারুল আলম টিউবওয়েল-৫৭ ভোট পেয়েছেন। নান্দাইল ১১ নং ওয়ার্ডে মোট ভোট ১৮৫, প্রদত্ত ভোট-১৮২। উপজেলা প্রশাসন ঘোষিত বেসরকারি ফলাফলে আবু বক্কর ছিদ্দিক বাহার তালা প্রতীক নিয়ে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকট তম প্রতিদ্বন্দ্বী মোঃ খায়ছারুল আলম টিউবওয়েল-৫৭ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর নির্বাহী ম্যজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান ইলেকট্রনিক ভোটিং মেশিন ই ভিএম -এ শান্তি পূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।