মোঃ মোখলেছুর রহমান নান্দাইল ময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইলে মধ্য রাতে ঘাতক ট্রাকের চাপায় ১যুবক নিহত সঙ্গীয় ২ জন গুরুতর আহত হয়েছে । এলাকাবাসি সুত্রে জানা যায় উপজেলার পালাাহার নামক স্থানে রোববার মধ্য রাতে অজ্ঞাত নামা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল কে সামনাসামনি চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ঈশ্বরগঞ্জ উপজেলার সরাথি গ্রামের খোরশেদ আলমের পুত্র শাহিনুর (২৬) মারা যায়।
অপর সঙ্গীয় দুই মোটরসাইকেল আরোহী খাইরুল ইসলাম(৩১) আলমগীর হোসেন (৩৬)গুরুতর আহত হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান জানান ঘাতক ট্রাকটি মোটরসাইকেল কে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। নিহত শাহিনুরের লাশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।