স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের নান্দাইল আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচকে সামনে রেখে নান্দাইলের আইন শৃস্খলা বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেল নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৭ অষ্টোবর জেলা পরিষদ নির্বাচনে নান্দাইল উপজেলার আইন শৃস্খলা পরিস্তিতি ভোট কেন্দ্রর সুন্দর পরিবেশ বজায় বাখা সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার মো: ফকরু জ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া , নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান আকন্দ সিনিয়র সাংবাদিক মো: এনামুল হক বাবুল , রমেশ কুমার প্রার্থ জেলা পরিষদের নির্বাচনে সদস্য প্রদ প্রার্থী আবু বক্কর সিদ্দিক বাহার প্রভাষক মো: খায়সারুল আলম বক্তব্য রাখেন । সভায় ১৭ আক্টোবর নিবাচনের পরিবেশ নিরপেক্ষ ভাবে ভোট গ্রহন সহ নান্দাইলের সুনাম রক্ষা করনে সকলে এক সাথে কাজ করবেন বলে ঐক্ষ মত পোষন করেন।