স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের নান্দাইলে জাঁকজমকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ -তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে ।উপজেলার প্রশাসনিক ভবনে ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় জন্ম বার্ষিকী উপলক্ষে ১৫৪- ময়মনসিংহ – ৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিন কেক কেটে জন্মদিন উদযাপন করেন।এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাসান মাহমুদ জুয়েল , পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূঁইয়া , উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবুল মনসুর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্র লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পড়ে জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু , দেশের সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।এদিকে সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএসপিএসসির নেতৃত্বাধীন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহান সাংগঠনিক সম্পাদক নজিমুল্লাহ লিটন , সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকারের নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬-তম জন্ম বার্ষিকী কেক কেটে উৎযাপন করেন।পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।