স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের নান্দাইলে বিএনপির নেতাকর্মীরা ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে যোগদান করতে কোন প্রকার উপায়ান্তর না পেয়ে নৌকায় করে যাত্রা করেছে।
নাসের খান চৌধুরীর নেতৃত্বাধীন বিএনপির নেতাকর্মীরা ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে যোগদান করতে ১৫ অক্টোবর শনিবার সকাল থেকে উপজেলার চর ভেলামারি ব্রহ্মপুত্র নদীর ঘাটে জড়ো হতে থাকে। একাধিক নেতার সাথে কথা বললে জানান গতকাল থেকেই আমরা শত চেষ্টা করেও কোনো যানবাহন পাইনি যা সরকারি দলের পক্ষ থেকে বন্ধ করে দেয়া হয়েছে। কোন প্রকার উপায়ান্তর না পেয়ে বাধ্য হয়ে আমাদের নৌকায় যেতে হচ্ছে।যত বাধা বিপত্তি আসুক আমাদের অধিকার আদায়ে বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। নান্দাইল উপজেলা বিএনপি ৪ গ্রুপে বিভক্ত। প্রতিটি গ্রুপের নেতাকর্মীরা ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে যোগদান করতে যেকোনো উপায়ে ময়মনসিংহ অভিমুখে যাত্রা করেছে। আওয়ামীলীগের একজন নেতা জানান সমাবেশে যোগ দিতে বিএনপির নেতাকর্মীদের কোন বাঁধা দেওয়া হচ্ছে না। সরজমিন ঘুরে নান্দাইল উপজেলার সর্বত্র শান্তি পূর্ণ অবস্থা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।