স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের নান্দাইলে খরার পর আমন চাষে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা কৃষকদের। উপজেলার প্রত্যন্ত এলাকার কৃষক শাহজাহান কবির, আজিজুল, হান্নান,আবুল হোসেন জানান, খরার কারণে সেচ দিয়ে অনেক কষ্টে জমি প্রস্তুত করে রোপা আমন চাষ করি। স্বস্তির বৃষ্টি হওয়ার ফলে জমিগুলো অনেক সতেজ হতে না হতেই এখন মাজরা পোকার আক্রমণ দেখা দেওয়ায় ফলন নিয়ে দুশ্চিন্তায় আছি। সার সরকারি নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারছিনা।প্রতি কেজিতে ৪/৫ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। এদিকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, মাঠে সরাসরি হাতে কলমে সহযোগিতা করে যাচ্ছি। মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকার আক্রমণ সম্পর্কে জানতে চাইলে জানান ভিরতারকো ১০ গ্রাম এক বিঘা জমিতে ব্যবহার করা যায়, ডার্সবান২০ইসি ডিসপেল৪৮ ইসি স্প্রে করে মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকা প্রতিহত করা যায়। এছাড়া গাছের ডাল, বাঁশের কঞ্চি পুতে দিলে পাখির মাধ্যমে ক্ষতিকর পোকামাকড় দমন করা যায়। যে জমিগুলোতে পানি নেই সেখানে নিয়মিত সেচ দিতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান জানান, নান্দাইল উপজেলায় ২২৩৮০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। বি আর১১,২২ ব্রি ধান-৩২,৩৪,৪৯ ,৫১,৫২,৭১
জাতেরধান চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণে শতভাগ আশাবাদী।সারের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিটি ডিলারের দোকান নিয়মিত মনিটরিং করা হয়।