স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের নান্দাইলে
বীর মুক্তিযোদ্ধা মৃত আঃ হাই ভূঁইয়ার পরিবারের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ও বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে শ্লীলতাহানির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুর ১২টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল বাজারস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা স্ত্রী সেলিমা আক্তারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সানজিদা আক্তার ও আঃ হাদী ভূঁইয়া।
তিনি জানান, ময়মনসিংহ নান্দাইল বাজারস্থলে বি আর এস খতিয়ান নং ১১১৪,দাগ নং ২০৬৭৬, জমি পরিমাণ ১৪ শতাংশের উপর আমরা বসবাস করে আছি সেই সাথে সামনে দোকান ভাড়া দেওয়া আছে। কিন্তু পার্শ্ববর্তী চারিআনি পাড়া গ্ৰামের মৃত আব্দুল জব্বার সরকারের পুত্র, অহিদ সরকার, আব্দুল বারেক সরকার, মোসলেম সরকার,আহাদ সরকার, শহিদ সরকার, আমাদের ওয়ারিশ গং দের কাছে থেকে পায়তারা করে দলিল নিয়ে যান। এ বিষয়ে বর্ণিত জায়গা নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। ব্যক্তিগত ভাবে বিবাদীরা আমাদেরকে উচ্ছেদ করার আইনগত কোন অধিকার রাখে না। মোটা অংকের টাকার লোভে তারা এই অমানবিক কাজ করে যাচ্ছে। তারা আবারও আমাদের উপর হামলা চালাতে পারে।বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছেন তাই আমি একজন বীরমুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে বর্তমানে আমরা যাতে আমাদের স্বত্ব দখলিয় জায়গা, দোকানে বসবাস করতে পারি এবং আমাদের নিরাপত্তা জোরদার করার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, তিনি ভূমিদস্যু অহিদ সরকার সহ জড়িতদের শাস্তির দাবি জানান।এ সময় সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।