স্টাফ রিপোর্টারঃ
নান্দাইলে ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মেয়াদে ৫ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে এক অভিযান পরিচালনা করে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দশধার ও নান্দাইল পৌরসভার চারিআনি পাড়া গ্রাম থেকে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, দশধার গ্রামের স্বপন মিয়া (৩৫), ফরিদ মিয়া (৪৫),রিপন মিয়া (৩০),বাদল মিয়া (৪০) ও চারিআনিপাড়ার রুহুল ভূঁইয়া (৫০)। থানা মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে- উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দশধার গ্রামের সাজাপ্রাপ্ত আসামী স্বপন মিয়া, ফরিদ মিয়া,রিপন মিয়া ও বাদল মিয়া দুই মাসের সাজাপ্রাপ্ত আসামী । অন্যদিকে চারিআনিপাড়া রুহুল ভূঁইয়া ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত হয়ে অবাদে চলাফেরা করতো। শুক্রবার দিবাগত রাতে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।