মোঃ মোখলেছুর রহমান:নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশা- বাইসাইকেলের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার বীর কামটখালী গ্রামের মোঃ শহিদুল ইসলাম নয়নের শিশু সন্তান মিফতাতুল জান্নাত (৭) ।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ-মধুপুর সড়কে বীর কামটখালী দক্ষিণের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায় বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো মেয়েটি কিন্তু হঠাৎ করে একটি অটোরিকশা দেওয়ানগঞ্জ যাওয়ার পথে বীর কামটখালী দক্ষিণের বাজারে অটো-রিকসা বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে হয় । এতে ঘটনাস্থলে মিফতাতুল জান্নাত মারা যায়। এ ব্যাপারে নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।