মোঃ নাহিদ হাসান নয়নঃ
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় মহাসড়কে ফোরলেন এর কাজ করায় ৪ দিন হলো বন্ধ করে দিয়েছে রাজশাহী, রংপুরের মহা সড়ক। এতে ২ লেনের গাড়ী এক দিক দিয়ে চলাচল করছে । গাড়ীতে যাত্রী ওঠা নামা করতে গেলেই শুরু হচ্ছে জ্যামের। যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করলে ও এতে কোনো লাভ হচ্ছে না।মীর আক্তার হোসাইন ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকতার সাথে কথা বলে যানা যায় রাস্তার গাডার তোলার কারনে রাস্তা বন্ধ করতে হয়েছে। যদি রাস্তা বন্ধ না করে কাজ করা হয় কোনো দূরঘটনা ঘটলে এর জন্য কেউ দায় নেবে না। কোম্পানিকেই এর দায় নিতে হবে তার জন্য রাস্তা বন্ধ করতে হয়ছে। ঢাকার বিষয়টির পর আমাদের আরো নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এদিকে গাড়ী চালাকরা মনে করছে দূর্গাপূজায় এরকম থাকলে অনেক ভোগান্তির সৃষ্টি হবে। তাই বিকল্প পথ চায় তারা। না হলে রাস্তা খুলে দিয়ে এই কয় দিন কাজ বন্ধ রাখার কথা ও জানিয়েছে।
আর যাত্রীরা এর সমাধান চায় না হয়ে তাদের পূজা রাস্তায় বসে করতে হবে। এতো ব্যস্ততম মহা সড়ক মাঝে মাঝেই বন্ধ করে কিন্তু কাজের কোনো অগ্রগতি নাই বলে ও জানিয়েছেন।
আর অনেকেই মনে করছে এই জন্যই মহা সড়কে দূর্রঘটনা বাড়ছে।