আকিব হাসান সাদ ( স্টাফ রিপোর্টার ) :
মায়ের বুকের দুধ পানের জন্য নিরাপদ পরিবেশ চেয়ে ৯ মাস বয়সের শিশুর করা রিটের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
এই রায়ে কর্মস্থল, এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিংমলের মতো জনসমাগমস্থলে এবং সরকার নিয়ন্ত্রিত, পরিচালিত ও ব্যবস্থাপনায় বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার (২ এপ্রিল ) এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান এবং সাথে ছিলেন অ্যাডভোকেট তানজিলা রহমান।
অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
নিরাপদে মায়ের বুকের দুধ পানের পরিবেশ চেয়ে বিগত ২০১৯ সালের ২৪শে অক্টোবর হাইকোর্টে রিট করে ৯ মাস বয়সের ছোট্ট শিশু উমাইর বিন সাদী এবং সাথে ছিলেন তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
জনস্বার্থে করা এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৭ অক্টোবর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার মো. দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। সেই রুলে দেশের সব শপিংমল, কর্মক্ষেত্র, এয়ারপোর্ট, বাসস্টপ, রেলওয়ে স্টেশনে ব্রেস্ট ফিডিং কর্নার ও বেবি কেয়ার কর্নার স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল।
সেই রুলে আরও জানতে চাওয়া হয়েছিল যে জনপরিসরে অর্থ্যাৎ পাবলিক প্লেসে ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে নীতিমালা তৈরি করতে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে কেন নির্দেশ দেয়া হবে না। এছাড়াও মন্ত্রী পরিষদ সচিব, নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, সমাজকল্যাণ সচিব, বিমান ও পর্যটন সচিবসহ ১৭ জন বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছিল।
পরবর্তীতে বিগত ২০২০ সালের ১৮ই ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রাহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ সারা দেশের কলকারখানা ও মিলগুলোতে ২ মাসের মধ্যে ব্রেস্টফিডিং রুম স্থাপনের জন্য নির্দেশ দেয়।
রিট আবেদনে কর্মক্ষেত্রে, শপিংমলে, এয়ারপোর্টে, বাসস্টপে, রেলওয়ে স্টেশনসহ জনপরিসরে বা পাবলিক প্লেসে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।
সেই রিটে বলা হয়েছে, এমন পরিবেশে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করতে হবে যেখানে কোন মা সন্তানকে বুকের দুধ পান করাতে কোনো অস্বস্তি বোধ করবে না বা যৌন হয়রানির শিকারও হবে না। সেটা কর্তৃপক্ষকে সুনিশ্চিত করতে হবে।
বাংলাদেশে এই প্রথম ৯ মাস বয়সী কোনো শিশু উচ্চ আদালতে পিটিশনার হয়েছে। এই ছোট্ট শিশুর রিট পিটিশনার হতে আদালতের অনুমতিও নিতে হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে প্রায় সাড়ে ৩ বছর পর রিটের পূর্ণাঙ্গ শুনানি শেষে আজ রবিবার অর্থ্যাৎ ( ২ এপ্রিল ) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এমন একটি যুগান্তকারী রায় ঘোষণা করেন।
এই রিটের ফলশ্রুতিতে দেশের সবগুলো বিমান বন্দরে এবং রেল স্টেশনসহ সারা দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই ব্রেস্টফিডিং রুম স্থাপিত হয়েছে বলে আদালত কে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ ও রেলওয়ে কর্তৃপক্ষ।