মো.জহুরুল ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ভিন্ন ধর্মাবলম্বী ছাত্রদের মাঝে শিবিরের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার নীলফামারী জেলায় সকাল ৯.০০ ঘটিকায় ঘরোয়া পরিবেশে ভিন্ন ধর্মাবলম্বী ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।শিক্ষা উপকরণ বিতরণ কালে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মহসিন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ নুরুল আউয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমাদের ভীষণ হলো “সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশ প্রেমিক নাগরিক তৈরি”এটা বাস্তবায়নে সকল ধর্মের মানুষের প্রয়োজন রয়েছে।
আমরা এই বাংলাদেশকে গড়তে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে অঙ্গীকারবদ্ধ।
সমাপনী বক্তব্যে সভাপতি বলেন এই সমাজ গঠনে আমাদের ভূমিকার পাশাপাশি আপনাদেরও ভূমিকা রয়েছে, তাই আসুন আমরা সকলে মিলে এই সমাজটাকে গঠন করি।
পরিশেষে সকলকে ভালোভাবে পড়াশোনা করে পিতা-মাতা ও দেশের উন্নয়নে আহ্বান জানান।