মোঃহাবিবুর রহমান (হাবিব)রংপুর পীরগাছা প্রতিনিধি –
এসো করি রক্তদান,হাঁসবে রুগী বাঁচবে প্রাণ এই শ্লোগানে রংপুর”একতাবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের” আয়োজনে পীরগাছা উপজেলা আওতাধীন তাম্বুলপুর ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান”নেকমামুদ আপডেট পাবলিক স্কুলে বিনামূল্যে রক্তের গুরুপ চেক-আপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে চলে এ কার্যক্রম। এসময় উপস্থিত ছিলেন
নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের সন্মানিত অধ্যক্ষ মোঃমশিউর রহমান (শুভ)সহকারী শিক্ষক মোঃআসাদুল ইসলাম(আসাদ)মোঃজিয়াউর রহমান(জিয়া)
“শিখা রক্তদান ফাউন্ডেশনের” (সাধারণ সম্পাদক)
মোঃহাবিবুর রহমান(হাবিব),রংপুর একতাবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃমেহেদী হাসান (মুন্না) ,মোঃসজীব হাসান,সদস্য মশিউর রহমান,লিপন কুমার রায়,মোঃজনি মিয়া,রিদয় হাসান, মোছাঃশামীমা সুলতানা,শাহরিয়ার হোসেন (শিহাব),আতিকুর রহমান(আতিক),রিয়াদ ইসলাম (রতন)জনি মিয়া,মোছাঃমাহামুদা আক্তার,সহ আর-ও অনেকে উপস্থিত ছিলেন।