নেত্রকোনার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডার শাহেদ পারভেজ। গত ৯ জুলাই জারীকৃত এক প্রজ্ঞাপনে জন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তাঁকে নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়।
বৃহস্পতিবার (২০ জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কাছ থেকে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশিক নূর, নেজারত ডেপুটি কালেকটরেট (এনডিসি) মো. মেহেদী হাসান এবং জেলার ১০ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসকের দপ্তরসূত্র জানায়, নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ ২৭তম বিসিএস ক্যাডারে ২০০৮ সালের ১৬ নভেম্বর পঞ্চগড় জেলা সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। সর্বশেষ স্থানীয় সরকার বিভাগ (প্রশাসন-২) এর উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে নবাগত এই জেলা প্রশাসকের।
নবাগত নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ পাবনা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, এরপর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রেডিং থেকে পাবলিক পলিসির ওপর স্নাতকোত্তর করেন।
রিপন কান্তি গুণ
২১/০৭/২০২৩