রিপন কান্তি গুণ, নেত্রকোনা, বারহাট্টা প্রতিনিধি ;
নেত্রকোনার কলমাকান্দায় গোপনে রাতের আঁধারে প্রতিবেশীদের না জানিয়ে বাল্যবিবাহের আয়োজন করা হয়। কিন্তু স্থানীয় যুবকদের অভিযোগে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক পরিচালিত বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে দুই হাজার টাকা জরিমানা করেন এবং মুচলেকায় মেয়ের বাবাকে অঙ্গীকার করান।
বাল্যবিবাহের আয়োজন করতে সবদিক থেকে বাধার সম্মুখীন হতে হয়। বাল্যবিবাহে সকারী নিষেধাজ্ঞা আছে, তাও জানত কনের পরিবার। তাই, গতকাল রবিবার রাতে প্রতিবেশীদের কাছে বিয়ের কথা গোপন করে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসাছাত্রীর বিয়ের আয়োজন করা হয়।
তবে বাল্যবিবাহের কথা জানতে পেরে, স্থানীয় সচেতন কয়েকজন যুবক বিষয়টি বিষয়টি মুঠোফোনে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনের বাবাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল রাতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী (১৫) এর সঙ্গে একই গ্রামের যুবকের (২৬) বিয়ের আয়োজন করা হয়েছিল। ওই ছাত্রীর পরিবার বিষয়টি এলাকাবাসীর কাছে গোপন করার চেষ্টা করেছিল।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বলেন, গোপনে বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং মেয়ের বাবা মুচলেকায় অঙ্গীকার করেছেন, মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবেন না। একই সঙ্গে মেয়ের পড়াশোনা চালিয়ে যাবেন।