রিপন কান্তি গুণ, বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি;
নেত্রকোনায় মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে রাজুর এলাকা থেকে (৩৪০৭) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়ছে।
আজ (১৬ অক্টোবর) রবিবার দুপুর ১২টার দিকে নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ প্রেস ব্রিফিং করে এ খবর নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েলসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।
পুলিশ সুত্রে জানা যায়, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে নেত্রকোণা মডেল থানা পুলিশের অভিযান টীম নেত্রকোণা পৌরসভাধীন রাজুর বাজারস্থ আব্দুল হাকিমের হোটেল এর সামনে থেকে মাদকের চালান হস্তান্তরের সময় মাদক ব্যবসায়ী চট্রগ্রামের লোহাগড়া থানার সারাঙ্গা চর গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে মোঃ মনির উদ্দিন (২৭) ও অপরজন নেত্রকোনা সদরের বাহির চাপড়ার আবুল খায়ের মঈন ফারুক ওরফে রাসেল (৪৬) কে আটক করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আটককৃত আসামী মোঃ মনির উদ্দিনের দেহ তল্লাশীকালে তার কাঁধে থাকা একটি গাঢ় নীল ও ছাঁই রং মিশ্রিত প্যারাসুট কাপড়ের তৈরী ছোট কাঁধ ব্যাগের ভিতর রক্ষিত স্কচটেপ দিয়ে মোড়ানো ১৮টি জিপারের মধ্যে সর্বমোট ৩৪০৭ (তিন হাজার চারশত সাত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৭,০৩,৫০০/- (সতের লক্ষ তিন হাজার পাঁচশত) টাকা, তার কাছ থেকে একটি পেষ্ট রংয়ের এন্ড্রয়েড মোবাইল ফোন এবং আটককৃত অপর আসামী আবুল খায়ের মঈদ ফারুক ওরফে রাসেল এর নিকট হতে একটি কালো রংয়ের বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় মাদক ব্যবসায়ী চক্রের অন্যান্য সদস্যরা মিলে একে অপরের সহায়তায় দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। এ সংক্রান্তে নেত্রকোণা মডেল থানার মামলা নং-২৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(খ)/৪১ রুজু করা হয়।