রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি ;
নেত্রকোনা মডেল থানা পুলিশের অভিযানে সুনামগঞ্জ থেকে নেত্রকোনা হয়ে ঢাকা যাওয়ার পথে নেত্রকোনা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের নির্দেশে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে অফিসার ও পুলিশ ফোর্সের সমন্বয়ে একটি টীম হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনালে শাহজালাল বাসে অভিযান পরিচালনা করেন। অভিযানে দুইজন মাদক ব্যাবসায়ীর ব্যাগ তল্লাশী করে প্যাকেটে মোড়ানো অবস্থায় মোট ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হরিপুর পশ্চিমহাটি গ্রামের আলাউদ্দিনের ছেলে কোহিনুর আলম (২৪) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মান্দুরা গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে রাফিজুল মিয়া (১৯)।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা সুনামগঞ্জ থেকে গাঁজা নিয়ে নেত্রকোনা হয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। তারা ট্রাভেলিং ব্যাগ ব্যাবহার করে শার্ট-প্যান্ট কাপড়ের মতো করে নিয়ে যাচ্ছিল। মোটা কাগজ দিয়ে মুড়িয়ে পার্ট টু পার্ট ব্যবহার করে এতে শ্যাম্পু জাতীয় সুগন্ধি ব্যবহার করেছিল যাতে কারো কোন সন্দেহ না হয়। কিন্তু শেষ রক্ষা না হলোনা অবশেষ পুলিশ তাদেরকে আটক করে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার পুলিশ সোমবার সন্ধ্যার দিকে হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনালে শাহ্ জালাল বাসে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করি। পরে তাদের ব্যাগ তল্লাশী করে প্যাকেটে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদক নির্মূল করতে নেত্রকোনা মডেল থানা পুলিশ সদা তৎপর রয়েছে। এসময় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এবং জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।