ইয়াছিন শরীফ অনিকঃ
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে লক্ষাধিক টাকার গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চাষিরহাট ইউপির জাহানাবাদ এলাকার চাষিরহাট-কুমিল্লা আঞ্চলিক সড়কের উপর এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত মাদক কারবারি আরিফ হোসেন (২৩) কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ২নং ইউপির ১নং ওয়ার্ড নগরীপাড়া সোহরত আলী বেপারী বাড়ির মৃত আমির হোসেনের ছেলে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করে সোনাইমুড়ী থানাধীন ৩নং চাষিরহাট ইউপির ২নং ওয়ার্ড জাহানাবাদ গ্রামের চাষিরহাট-কুমিল্লা আঞ্চলিক সড়কের পুর্ব পাশের ফাহিম ভ্যারাইটিজ ষ্টোরের সামনে থেকে মাদক কারবারি আরিফ হোসেনকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মুল্য ১ লক্ষ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।