মো :বাবুল হোসেন পঞ্চগড় ঃ
পঞ্চগড় জেলার,,বোদা উপজেলার,,মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটের নৌকা ডুবির মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি শোক-সমবেদনা ও আর্থিক অনুদান দেওয়ার উ_ইকবাল_হাসান_মাহমুদ_টুকু সাবেক মন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য _আসাদুল_হাবিব_দুল সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,,জেলা বিএনপির সদস্য-সচিবপ ঞ্চগড় -২ আসনের ধানের শীষের কান্ডারী।
পঞ্চগড় জেলা বিএনপি সদস্যসচিব আলহাজ্ব -ফরহাদ_হোসেন_আজাদ সাবেক ছাত্রদল কেন্দ্রীয় নেতা আহবায়ক জাহিরুল । ছাএদলের সভাপতি মাসুম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।