ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
আবহমান গ্রাম বাংলার মানুষের বিনোদনের খোরাক মেটাতে নৌকা বাইচ অন্যতম। দীর্ঘ সময় ধরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার নদ-নদীতে বর্ষা মৌসুমে আয়োজন হতো নৌকা বাইচ। আর তা উপভোগের জন্য হুমড়ি খেয়ে পড়তো আপামর জনগন। তবে কালের বিবর্তনে ও পৃষ্ঠপোষকতার অভাবে দিনেদিনে হারাচ্ছে নৌকা বাইচ খেলার ঐতিহ্য। আগে প্রতি বছরই নৌকা বাইচ খেলার আয়োজন হলেও এখন আর হয়না বললেই চলে। অত্র অঞ্চলে নৌকা বাইচ খেলার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে এবারে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতা। আর তা উপভোগ করতে দরলা নদীর তীরে তীরে দেখা গেছে জনস্রোত। যা ৮ /১০ বছরে এমন মানুষ দেখা যায়নি।নারী-পুরুষ, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষের উপস্থিতিতে ভরে উঠে নদীর দুই তীর আর ধরলার মাঝে ছোট বড় নৌকায় ছিলো শতশত খেলা দেখতে আসা মানুষ।
আজ (০১ অক্টোবর) শনিবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ২ নং ওয়ার্ড পশ্চিম ধনিরাম সাহেব বাজারের পাশে ধরলা নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ খেলায় প্রধান অতিথি ছিলেন বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রাশের খন্দকার,জহুরুল হক ব্যাপাপী, আজগার আলী প্রদান শিক্ষক কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়,আমিনুর রহমান সাবেক উপাধ্যক্ষ ফুলবাড়ী ডিগ্রী কলেজ,, ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি খালেকুজ্জামান।
ধন্যবাদান্তে ফরহাদ সরকার উজ্জ্বল দলিল লেখক সমিতি সাব রেজিস্ট্রার অফিস ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ২ নং ওয়ার্ড শাখা।
খেলায় অংশগ্রহণ করেন, ধরলার তুফান,গাঁংচিল,দশের দোয়া,বাংলার বাঘ,পঙ্কিরাজ,একতা তরী,আল্লাহ্ ভরসা,স্বপনের জয়,গাঁংচিল ২, নৌকা গুলো উপস্থিত হয়ে খেলা উপহার দিয়েছেন।
সাবেক বিজিবি সদস্য আইয়ুব আলী জোতদারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত নৌকা বাইচ খেলার সভাপতি ছিলেন ২ নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সভাপতি খালেকুজ্জামান।
পরন্ত বিকালে নদের পানিতে নৌকা বাইচ খেলা শুরু হলে হাজার হাজার মানুষ গগনবিদারী চিৎকার করে প্রতিযোগীদের উৎসাহিত করেন।
নৌকা বাইচ খেলাকে কেন্দ্র করে নদের পাড়েই বসে ছোট ছোট দোকান। বেচা বিক্রিও চলেছিল দেদারসে। আবার কেউ কেউ খালি গলায় ভাওয়াইয়া, ভাটিয়ালি গান ধরেন মনের আনন্দে। সব মিলিয়ে নদের তীরে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। এদিকে আনন্দ উল্লাসে কেটে যায় সময়। নেমে আসে সন্ধ্যা তার পরেও নতুন করে আবার খেলা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। সন্ধ্যা হয়ে গেছে তার পরেও মহিলা মানুষের সমাহার ছিলো অগনতি।