স্টাফ কোয়ার্টার-পুলক কুমার ঘোষ।
আজ ১১ এপ্রিল মঙ্লবার ২০২৩,উপজেলা প্রশাসন,কালিয়া,নড়াইল কর্তৃক আয়োজিত কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নড়াইলে সদ্য যোগাদাকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব কৃষ্ণপদ ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইব্রাহীম শেখ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম,সহকারী কমিশনার ভুমি আরফিন জাহান,সভাপতি-উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি জনাব মোল্লা শাহীদ আলী,কালিয়া ও নড়াগাতী থানার অফিসার ইনচার্জ,কালিয়া পৌরসভার কাউন্সিলর জনাব অশোক কুমার ঘোষ,উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন পেশাজীবির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহার স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।সভায় বিভিন্ন বক্তা উপজেলার উন্নয়ন,ত্রুটি বিচ্যুতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেণ।পরে প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মহোদয় মুল্যবান বক্তব্য পেশ করেন।তিনি বলেন কালিয়া উপজেলায় আমি সকল শ্রেণির মানুষের সহযোগিতা নিয়ে উন্নয়ন মূলক কাজ নিষ্ঠার করতে চাই।এরপর সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।