মোঃ বাবুল হোসেন হোসেন :
পঞ্চগড় তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় তমিজুল ইসলাম (৬৩) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় জেলার অমরখানা মুক্তাঞ্চলের চাওয়াই সেতু এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত তমিজুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউপির ভুতিপুকুর এলাকার মৃত.বজলার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীরা জানায়, বিকেলে তমিজুল ইসলাম মোটরসাইকেল নিয়ে জেলা শহর থেকে ভজনপুরে ভুতিপুকুরের বাড়ির দিকে যাচ্ছিলেন। আসার পথে মুক্তাঞ্চলের চাওয়াই সেতুর টার্নিংয়ের উপর তিনটি ছাগল পার হচ্ছিল। একটি ছাগল পার হলেও দ্বিতীয় ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তিনি সড়কে পড়ে যান।
সে সময় তার সাথে অপর মোটরসাইকেল আরোহীরা তাকে দ্রুত ঘটনাস্থল হতে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভজনপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন মোল্লাহ বলেন, নিহত তমিজুল ইসলাম পঞ্চগড় থেকে নিজের বাড়ি ভজনপুরের ভুতিপুকুরের উদ্দেশে আসছিলেন। অমরখানার মুক্তাঞ্চল চাওয়াই সেতু এলাকায় ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে সড়ক দূর্ঘটনায় তিনি মারা যান।