মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জুয়েল (২৪) নামের এক মাদকসেবী যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের শতদল আদর্শগ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে জেল জরিমানা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
জানা যায়, দণ্ডপ্রাপ্ত জুয়েল তেঁতুলিয়া সদর ইউনিয়নের শতদল আদর্শগ্রাম গ্রামের আ. গফুরের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া ইউনিয়নের কলোনীপাড়া শতদল আদর্শ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় জুয়েল মাদকদ্রব্য (গাঁজা) সংরক্ষণ ও সেবনের কথা স্বীকার করায় তাকে তাৎক্ষনিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং একশত টাকা অর্থদন্ড ও অর্থ অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।