মোঃ বাহাদুর আবির, স্টাফ রিপোর্টার।
পটুয়াখালীতে এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে আলমগীর খান (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) রাত ৮ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেড়াখালী গ্রামে এঘটনা ঘটে।
অভিযুক্ত আলমগীর খান (৬৫) গ্যারাখালী গ্রামের চান মিয়া খানের ছেলে। পেশায় রাজমিস্ত্রী। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
ওই শিশুর মা বলেন, আমাদের বাড়ি মহিপুর থানার ধুলাসার ইউনিয়নে। গত বুধবার দুপুরে আমার শিশু মেয়ে (৭)কে নিয়ে মাদারবুনিয়া ইউনিয়নের গেড়াখালী গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসেছি। সন্ধ্যায় বাড়ির অন্য শিশুদের সাথে একই বাড়ির আলমগীর খানের বাসায় টিভি দেখতে যায়। পরে রাত ৮ টার দিকে আমার মেয়েকে বাসার পিছনে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আলমগীর খান । এতে আমার মেয়ে অনেক অসুস্থ হয়ে পরলে অবস্থার অবনতি হতে দেখে রাত ১০ টার দিকে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসেন।
পটুয়াখালী মেডিক্যাল কলেজের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ এইচ এম ফারহান বলেন,” রাতে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হলে তাৎক্ষনিক শিশুটিকে গাইনি বিভাগে ভর্তি দিয়েছি। ওখানের যে ডাক্তার আছেন তারা চিকিৎসা দিচ্ছেন বলে জানান তিনি।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, এঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।