ফৌজি হাসান খান রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মাছ শিকারিদের অবৈধ বাঁশের বাঁধ উচ্ছেদে অভিযান চালানো হয়েছে।
উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল আউয়াল ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলামের নেতৃত্বে পদ্মা নদীর বিভিন্ন স্থানে বাঁশ দিয়ে তৈরি ঘের উচ্ছেদ করা হয়।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশরাফ আখন্দ জানান, পদ্মা নদী থেকে অবৈধ মাছ শিকারিদের তৈরি করা ঘের ভেঙে বিপুল পরিমাণ বাঁশ জব্দ করা হয়। পরবর্তীতে এরকম অভিযান অব্যাহত থাকবে। #