মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগন্জ প্রতিনিধিঃ
আজ ২১-০৬-২০২৩ রোজ বুধবার সিরাজগন্জ বেলকূচি উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুকুন্দগাঁতী কড়িতলা কলেজ সংলগ্ন এক বিশাল পশুর হাট বসেছে এই হাটটি সারা বছর বুধবার এই দিনে বসে থাকে সারা বছর এই হাটে পশু কেনা বেচা হলেও প্রতি বছর কোরবানি ঈদের সময় বড় বড় ষাঁড় গরু কোরবানি উপলক্ষে কেনা বেচা হয়ে থাকে এই পশুর হাটে পাঁচ সাত লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকার কোরবানির ষাঁড় গরু কেনা বেচা হয়ে থাকে সারা দেশ থেকে এই হাটে পশু কেনার জন্য পাইকার আগমন করে থাকেন
এই গরমে মোটা তাঁজা এই পশু গুলো যাহাতে দুঃগটনায় কৃষকদের ক্ষতি না হয় সেই লক্ষে এই পশুর হাটে পশু ভেটোরিনারি মেডিকেল টিম কাজ করছে।
সার্বিক তত্বাবধানে:উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও এই ভেটেরিনারি হাসপাতাল বেলকুচি,সিরাজগঞ্জ।
সহযোগিতায়:উপজেলা প্রশাসন বেলকুচি,সিরাজগঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন _ ডা.গৌরাঙ্গ কুমার তালুকদার (ডিএলও সিরাজগঞ্জ), ডা.মোঃ রায়হান নবী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বেলকুচি,সিরাজগঞ্জ। ডাঃ মোছাঃ তানিয়া সরকার (ভেটেরিনারি সার্জন, বেলকুচি, সিরাজগঞ্জ)।