সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি;
রাজশাহীর তানোর উপজেলাবাসী সহ দেশের সর্বস্বরের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পঙ্কজ চন্দ্র দেবনাথ তিনি তানোর উপজেলা বাসী সহ দেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন একমাস সিয়াম সাধনার পর পরিবারের সবাইকে নিয়ে যেন সাধ্যমত ঈদের দিনে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন এ কামনা রইল।ঈদের দিন আমরা প্রত্যেকে যে যার সাধ্যানুযায়ী সাজগোজ করে ঈদের ময়দানে হাজির হই দুই রাকাত নামাজ আদায়ের জন্য।এ নামাজ ছোট, বড়,ধনি,গরীব কিংবা সুস্থ অসুস্থ সবাই আদায় করে থাকে।সাম্য,প্রীতি আর ভালোবাসার এমন নজীর আর কোথাও দেখা যায় না।সাম্য-মৈত্রীর এই অটুট বন্ধন এই নামাজের মধ্য দিয়ে শুরু হয় ঈদের দিনে ।পবিত্র ঈদুল ফিতরের আমি সকলের আনন্দ ও কল্যাণ কামনা করছি এবং পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করছি।