মোঃ মুশফিকুর রহমান:
পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় পাকশী বিভাগীয় রেল অঞ্চলের আয়োজনে আন্তঃবিভাগীয় টি-২০ ক্রিকেট প্রতিযোগীতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আগামী ১৩ মে (শনিবার) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে দেশের চারটি রেলওয়ে অঞ্চল অংশগ্রহণ করবেন। বুধবার (১০ মে) সকাল ১০ টায় আঞ্চলিক ক্রীড়া পরিষদের রাজশাহীর ব্যবস্থাপনায় পাকশী বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ঈশ্বরদী উপজেলার পাকশী বিভাগীয় কার্য্যলয়ের সামনে রেলওয়ের ফুটবল মাঠে উদ্বোধণ করা হয়। শান্তির প্রতীক পায়রা ও সুদৃশ্য বেলুন উড়িয়ে আন্তঃবিভাগীয় প্রতিযোগীতার উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।তার আগে জাতীয় সংগীত গেয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। পরে আন্তঃবিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ। খেলায় আঞ্চলিক ক্রীড়া পরিষদ রাজশাহীর ব্যবস্থাপনায় পাকশী বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে রাজশাহী, লালমনিরহাট, পাকশী সৈয়দপুর রেলওয়ে অঞ্চল অংশগ্রহণ করছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদের সভাপতিত্বে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহা- ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহ-সভাপতি খোন্দকার মাহবুবুল হক দুদু, ক্রীড়া সংস্থা পাকশীর সাধারন সম্পাদক ও পাকশী বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোরশেদ আলম, বিভাগীয় ক্রীড়া সংস্থা পাকশীর সদস্য, বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার। এসময় উপস্থিত ছিলেন, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী-আশীষ কুমার মণ্ডল, বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম, রাজিববিল্লাহ, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল হক মালিথা, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা,পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, রেলশ্রমিকলীগ সভাপতি ইকবাল হায়দার প্রমুখ। উদ্বোধনী খেলায় পাকশী বনাম রাজশাহীর মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৩ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।