মোঃ সফিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছার জিরোপয়েন্টেস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর সার্বিক ব্যস্থাপনায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে এ কাজ নির্মিত হচ্ছে বলে জানা যায়। গত ২৩ সেপ্টেম্বর সংসদ সদস্য বিদেশে থাকায় তার পক্ষে এ কাজের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বুধবার সকালে নির্মান কাজ পরিদর্শন করেন খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু। পরিদর্শনকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক স্থানে আছে। কিন্তু পাইকগাছার ম্যুরালটি হবে আধুনিক, সুন্দর ও দৃষ্টিনন্দন। ডিজাইন হবে। খুব দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে। এ সময় উপস্হিত ছিলেন, পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সদস্য এম,এম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলামসহ স্থনীয় আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।