মোঃ সফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় কিশোর গ্যাংদের উৎপাত দিন দিন বৃদ্ধি পেয়েছে তারা হিন্দু সম্প্রদায়ের বাড়িতেও হামলা চালিয়েছে ঘটনাটি উপজেলার নাজিরপুর গ্রামে রবিবার সন্ধ্যায় । এবিষয়ে ভুক্তভোগী দিলীপ দাশ থানায় অভিযোগ দায়ের করেছে ।
থানার অভিযোগের ভিত্তিতে জানা যায় উপজেলার কপিলমুনি ইউপি নাজিরপুর গ্রামের কার্তিক দাশের পুত্র দিলীপ দাশ কাশিমনগর বাজারে ওয়ার্কসপ ব্যাবসা করেন অপরদিকে তহমিনা বেগম একই বাজারে চায়ের দোকানে উঠথি বয়সী ছেলেদের নিয়ে ক্রাম বোর্ডের জোয়ার আসর বসাইয়া কিশোর গ্যাং তৈরি করেন । তহমিনার পুত্র মামুন এর নেতৃত্বে সেখানে একটি কিশোর গ্যাং তৈরি হয়েছে ।যাহ পরিচলনা করেন তহমিনা নিজে অভিযোগে আরো উল্লেখ করেন করেন দিলীপ দাশের পুত্র কপিলমুনি কলেজে লেখাপড়া করেন , আর কপিলমুনি কলেজর সামনে কিশোর গ্যাং এর নেতা মামুন একটি মেয়ে নিয়ে গত বৃহস্পতিবার রোমান্সে থাকেন এসময় দিলীপের কলেজ পড়ুয়া পুত্র ইন্দ্রজিৎ প্রতিবাদ করে পরবর্তীতে কিশোর গ্যাংগের হোতা তহমিনাকে জানালে কিশোর গ্যাংদের নিয়ে কাশিমনগর বাজারে দিলীপের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর চিষ্টা করলে স্থানীয় লোকজন ও স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম আপোষের চেষ্টা করে ব্যর্থ হয় এরির জের ধরে পুজার সময় গত কাল রবিবার সন্ধ্যা আনুঃ সাড়ে সাতটার দিকে দিলীপ দাশ বাড়িতে না থাকার সুযোগে তহমিনা নেতৃত্বে কিশোর গ্যাং (১) মামুন ২৩ (২) তহমিনা ৪২ (৩) জাহান আলী ৫২ (৪) আলম সরদার ২৫ (৫) মান্না গাজী ২২ (৬) মুন্না গাজী ২০ সহ অজ্ঞাতনামা আরো ০৮/১০ জন কিশোর গ্যাং নিয়ে দিলীপের নাজিরপুর ভাড়া বাড়িতে হামলা করার চেষ্টা করে এই কিশোর গ্যাংগের হোতা তহমিনা, তখন দিলীপের স্ত্রী পপি রাণী দাশ দৌড়ে গিয়ে ঘরের ছিটকিনি দিয়ে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন আসাতে থাকিলে তহমিনার নেতৃত্ব দানকারী কিশোর গ্যাং ঘটনাস্থল ত্যাগ করার সময় হুমকি দিয়ে বলে আসে যে দিলীপ ও তার কলেজ পড়ুয়া ছেলে ইন্দ্রজিৎ কে জীবনে শেষ করে দিবে ,এবিষয় দিলীপের স্ত্রী পপি রাণী দাশ কপিলমুনি পুলিশ ফাঁড়িতে যেয়ে মুখ ভাবে জানালে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে আসিয়া বলে যানযে এবিষয় কিশোর গ্যাং দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া জন্য । এবিষয় পাইকগাছা থানা অফিসার ইনচার্জ কে ০১৩২০১৪০৩১১ নাম্বারে ফোন করলে রিসিভ না হয় বক্তব্য দেওয়া সম্ভব হলো না ।