স্টাফ রিপোর্টার:
মোঃ মুশফিকুর রহমান।
গতকাল (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টায় ঈশ্বরদী শহরের পূর্ব টেংরী কদম তলা এলাকায় মায়ের ওপর অভিমান করে রাইফা তামান্না (১৬ )নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশের এস আই আব্দুর রউফ এর মেয়ে। এস আই আব্দুর রউফ জানান, তামান্না চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। সন্ধায় মায়ের কাছে স্মার্ট ফোন কিনে চাইলে মা রাজী হয়নি। এইচএসসি পাশ করার পর মোবাইল কিনে দেয়া হবে বলে তাকে জানালে সে ক্ষিপ্ত হয়ে রাগারাগি করে।
এরপর তামান্না চুপিসারে ঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যাঁনের সাথে ঝুলে আত্মহত্যা করে।
রাত ৮টার দিকে ছোট ছেলে ঘরের দরজা বন্ধ দেখে তার মাকে জানালে বিষয়টি জানাজানি হয়। ঘটনার সময় তামান্নার মা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিল বিধায় কিছুই বুঝতে পারেনি বলে নিহত তামান্নার মা জানান।
এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা হয়েছে।