স্টাফ রিপোর্টার:
পাবনায় ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২।
গ্রেফতারকৃত আসামী হলেন, পাবনা সদর থানাধীন জহিরপুর খাঁ পাড়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ জাহিদুল (৩৭)। গোপন সংবাদের ভিত্তিতে (০৮ মে) সোমবার দুপুর ০১.৩০ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ‘‘পাবনা জেলার পাবনা থানাধীন লস্করপুর এলাকায় সাইদুল মিস্ত্রির গ্যারেজের সামনে পাবনা বাস টার্মিনাল হইতে দাশুড়িয়াগামী পাকা রাস্তার উপর’’ অভিযান পরিচালনা করে এন. জি. আর ৩৬৩/২১, তারিখ ২০/০৬/২১, জিআর প্রসেস ৭২৮/২৩, তারিখঃ ০১/০৫/২৩ খ্রিঃ, ধারাঃ মোটরযান আইনের ১৩৭/১৫৮ মূলের ওয়ারেন্টভুক্ত উক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।