সোহেল রানা,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে পাভেল ইসলাম (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে । সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ওই যুবতী। পাভেল ইসলাম চাকিরপশার ইউনিয়নের নাককাটিরহাট মন্ডলপাড়া এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।
মেয়ের মা বলেন,বাবা মরা মেয়েকে নিয়ে আমি দীর্ঘদিন ধরে অনেক কষ্টে বসবাস করে আসছি। মন্ডলপাড়া’র রফিকুল ইসলামের ছেলে পাভেল সরলতার সুযোগ নিয়ে আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে। আমি এর সঠিক বিচার চাই।
তিনি আরও বলেন,গত ১১ সেপ্টেম্বর রাতে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে পাভেল ইসলাম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর থেকে বিয়ের নানা প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে পাভেল। বিষয়টি ছেলের বাবা-মাকে জানালে বলে আমরা পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করব।
এদিকে মেয়ের দাবি,পাভেল তার সর্বনাশ করেছে,পাভেল এর সঙ্গে যেন বিয়ে হয়।
এদিকে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার জানান,যুবতীকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে থানায় ভিকটিম নিজেই বাদী হয়ে অভিযোগ করলে পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করে। মামলা নং-০৬ মামলার এজাহারনামীয় আসামি একজন। পুলিশ তাকে গ্রেফতার করার জন্য অভিযান চালাচ্ছে।