নাহিদ হাসান নয়ন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহর রক্ষাকারী বাঁধের ক্রসবার তিনে সন্ধ্যা ৬ঃ৩০ এর দিকে যখন সূর্য ডুবে গেলে তখন নদীর মাঝখান থেকে দেখা যায় একটি লাইটিং নৌকা ও ৩০-৩৫ জন মানুষ মাইকের গানের বাজনায় নাচ্ছে। যেখানে দিনের বেলায় কিছুদিন আগে বঙ্গবন্ধু সেতুর পিলারের সাথে পর পর ২টি ট্রলারে ডাক্কা লাগে। আর তারা রাতে নৌকা নিয়ে পিকনিক করছে।স্থানীয়রা বলেন প্রায় সময়ই দেখা যায় নদীর গভীর দিয়ে উচ্চ স্বরে মাইকের বাঁজনা বাজিয়ে নৌকা ভ্রমণ করেন এলাকার ও দূর দূরান্তের মানুষ। এগিকে নদীতে পানি উন্নয়নের ট্রলার সব সময় নদীকে দেখ ভাল করার জন্য চলাচল করে। এছাড়া ও বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রলার নদী থেকে বালি তুলতে আছে একটু অসাবধানতার ফলে ঘটতে পারে বিশাল দূরঘটনা।কিছু ঘুরতে আসা মানুষের সাথে কথা বলে যানা যায় তারা এখন আসতে অনেক ভয় পায় মোটরসাইকেল বেপরোয়া ভাবে চলাচল করে এতে তারা অনেক ঝুঁকিতে থাকে। এক ভদ্র মহিলার সাথে কথা বলে যানা যায় একা আসলেই তাদের বোখাটেরা বিরক্ত করে।
এক সাজেন্ট পুলিশের সাথে কথা বলে যানা যায় তাদের কাজ যানযট নিয়ন্ত্রণ করা। নৌকার বিষয়টি তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকতা ও নৌ পুলিশের সাথে কথা বলতে বলে।