মনিরুল ইসলাম (মনির)পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
আজ ১৩/১০/২২ইং রোজ (বৃহস্পতিবার) সকাল ৮টায় রংপুর জেলা পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের গাজিখাঁ সোনার পাড়ায়, ইসলামিক ফাউণ্ডেশন গণশিক্ষা কোরআন সবক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কোরআন সবক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জনাব মাওলানা মোঃ মোজাফ্ফর হোসেন,সহকারী শিক্ষক পত্নিচড়া উচ্চ বিদ্যালয়।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,জনাব মাওলানা মোঃ আঃরহিম সাহেব।মডেল কেয়ারটেকার ইসলামিক ফাউণ্ডেশন, পীরগঞ্জ, রংপুর।
প্রধান আলোচক আঃ রহিম সাহেব-জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরণ করে ইসলামিক বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন,
তিনি বলেন বাংলাদেশে ৮০হাজারের বেশি ইসলামিক ফাউণ্ডেশন গণশিক্ষা কার্যক্রম চালু আছে,এবং বর্তমান পীরগঞ্জে ২৪৩টি গণশিক্ষা কার্যক্রম চলমান।
উক্ত কুরআন সবক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব ডাঃ মোঃ রুহুল আমীন (রোকন)
জনাব মোঃ মুশফিকুর রহিম,
জনাব মোঃতাওহিদুল রহমান,
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব মাওলানা মোঃ আব্দুল আহাদ,
জনাব মাও,মোঃ মোশাররফ হোসেন (ফুলমিয়া)
জনাব মাও,মোঃ রফিকুল ইসলাম,
জনাব হাফেজ মাও,মোঃ আশেকুর রহমান।
সঞ্চালনায় ছিলেন, (শিক্ষক)
হাফেজ মাওলানা মোঃ আঃ মালেক মিয়া,
কোরআন সবক অনুষ্ঠানে ৮জন ছাত্র এবং ২জন ছাত্রীর মাঝে কোরআন হাতে তুলে দেওয়া হয়।
পরিশেষে,উক্ত কোরআন সবক অনুষ্ঠান শেষে দোয়া করে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।